সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে মামলা।

PicsArt_07-21-06.05.45.jpg

সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে মামলা।

দুদক পি আরঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার এএইচএম শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় তার বিরুদ্ধে এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আজ রবিবার (২১ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।



আজ দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক শাহাবুদ্দীন নাগরীকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠায় ২০১৬ সালের ৮ আগস্ট। ওই বছরের ২৬ ডিসেম্বর সম্পদের হিসাব বিবরণী জমা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top