চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাষ্টার অপারেটর আজম খান ও তার স্ত্রী’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দুদকের
বিশেষ প্রতিবেদকঃ বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস, মোঃ আজম খান, মাষ্টার অপারেটর (যান্ত্রিক বিভাগ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম এবং তার স্ত্রী মিসেস নাছিমা আক্তার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।
বাংলাদেশের প্রচলিত, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন ) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে মোঃ আজম খান-কে তার নিজের ও তার স্ত্রী মিসেস নাছিমা আক্তার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতৎসঙ্গে প্রেরিত ছকে দুদক পরিচালক মো: আকতার হোসেন আজাদ বরাবরে দাখিল করিতে নির্দেশ নির্দেশ প্রদান করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।