বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমজমাট স্মার্টফোন মেলা।

PicsArt_07-06-01.18.56.jpg

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমজমাট স্মার্টফোন মেলা।

রাজধানীতে জমে উঠেছে মূল্যছাড় ও উপহারে “স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯”।

আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠেছে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯”।

আজ শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় বড়দের পাশাপাশি ছোটদের আগমনে সরব হয়ে ওঠে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গন।

স্মার্টফোন এবং ট্যাব মেলায় দেশি ক্রেতা সাধারণের পাশাপাশি বিদেশি ক্রেতাদের ও দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্রেতাগণ এই মেলায় এসেছে।

স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯ বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে সহজে এবং সূলভ মুল্যে। স্যামসাং, হুয়াওয়ে, অপো, শাওমি, ভিভো, মটোরোলা, আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি, ডিটেল ছাড়াও সুরভী ইন্টারপ্রাইজ, মোবাইল আউটফিটারস, নগদ ও বিজয় সহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান মেলায় ক্রেতাদের জন্য তাদের পসরা সাজিয়েছে।

স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, স্মার্ট ব্যান্ড ও মোবাইল অ্যাকসেসরিজ বিক্রি করছে মেলায় আগত ভিবিন্ন কোম্পানি।

“স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯” এর আহ্বায়ক এবং এক্সপো মেকারের এজিএম সিরাজুল ইসলাম সার্থক জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় লোকজন বেশী হয়।

দিনের শুরু থেকেই বেচাবিক্রিও হয় বেশী। এবারের মেলায় ছাড় উপহার দিচ্ছে সবগুলো ব্র্যান্ড। তাই বিক্রিও হচ্ছে আগের চেয়ে বেশী।

বাংলাদেশের তথা রাজধানী ঢাকা শহরের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও সূলভ মূল্যে কেনার সুযোগ করে দিতে তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে বাংলাদেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, এবারে প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে ক্রেতাদের। মেলায় আগতরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস দেখে, শুনে কিনতে পারছেন।

এবারের “স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯” মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং, হুয়াওয়ে ও অপো। গোল্ড স্পন্সর হিসেবে আছে ডিএক্স টেল ও ভিভো। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোলা। সাইবার সিকিউরিট পার্টনার হিসেবে আছে ক্যাসপারস্কি এবং পার্টনার হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার।

“স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯” প্রবেশ মূল্য ২০ টাকা। প্রবেশ মূল্য থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীর চিকিৎসায় দান করা হবে। প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন বলে জানায় এবারের মেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top