এমভি জামাল-৯ লঞ্চে মেয়াদোত্তীর্ণ খাবার; অগ্নি নির্বাপক যন্ত্রপাতি অকেজো।

20190529_213439.jpg

এমভি জামাল-৯ লঞ্চে মেয়াদোত্তীর্ণ খাবার; অগ্নি নির্বাপক যন্ত্রপাতি অকেজো।

সাগর চৌধুরীঃ এমভি জামাল-৯ লঞ্চে মেয়াদোত্তীর্ণ খাবার; অগ্নি নির্বাপক যন্ত্রপাতি অকেজো।

আজ বুধবার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, খালেদা খানম রেখা বোরহানউদ্দিন থেকে ঢাকা গামী এমভি জামাল- ৯ লঞ্চে অভিযান পরিচালনা করে।

নির্বাহী কর্মকর্তা লঞ্চ যাত্রীদের সাথে ভিবিন্ন বিষয়ে কথা বলেন। এসময় লঞ্চে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি অকেজো দেখে তাদের সর্তক্য করে।

এমভি জামাল- ৯ লঞ্চে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে লঞ্চের হোটেলে অভিযান চালালে সেখানে ডীপ ফ্রিজে কাঁচা মাছের সাথে পচাঁ ভাজা মাছ দেখতে পায়।

পচাঁ ভাজা মাছ নদীতে ফেলে দেওয়া হয়। এই বিষয়ে হোটেলের মালিক কে শতর্ক্য করে প্রশাসন।

যাত্রীদের বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগে, বেশি ভাড়া না নেওয়ার নির্দেশ দেন; রেখা, সেই সাথে ভাড়ার তালিকা টানিয়ে দেয়ার নির্দেশ দেন।

এমপি জামাল-৯ লঞ্চ এর বিরুদ্ধে একাধিক যাত্রীদের সাথে খারাপ আচরণ, সাধারণ যাত্রীদের হয়রানি, কেবিনের ভাড়া বেশি নেওয়া, লঞ্চের হোটেলে পচা, বাসি, দুর্গন্ধময় খাবার ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top