সকাল ১০ থকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদকঃ মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতির বিস্তার রোধে ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। অন্যান্য সবকিছুই পরিচালিত হবে আগের নির্দেশনা মতো।
জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন wnews360.com কে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সবকিছু আগের নিয়মে চলবে। আগে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা থাকতো, এখন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আগের নিয়মেই লোকজন চলাচল করবে। রাত আটটার পর জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না।
করোনা পরিস্থিতির এই সময় সরকারি-বেসরকারি অফিস সীমিত আকারে চলমান রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু রয়েছে। এসব ব্যবস্থায় নতুন করে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শুধু লোকচলাচল সীমিত করতে নতুন করে এই নির্দেশনা জারি করবে সরকার।