বক্তব্য রাখছেন ভোলা জেলা ম?স্য কর্মকর্তা মো: রেজাউল করিম।
সাগর চৌধুরী: আজ সকালে বোরহানউদ্দিন ম?স অফিসে ২০১৬-২০১৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের অধিনে ‘কার্প নার্সারি ব্যাবস্থাপনা’ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা ম?স্য কর্মকর্তা মো: রেজাউল করিম। প্রশিক্ষক ছিলেন, বি এম মোস্থফা কামাল । কার্প জাতিয় মাছ চাষ বিষয়ে
প্রায় ২০ জন কার্প মাছ চাষী এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
প্রশিক্ষনে বোরহানউদ্দিন উপজেলার প্রায় ২০ জন কার্প মাছ চাষী এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন। ভালো মানের পুকুর নির্বাচন, রাক্ষুসে মাছ সহ ভিবিন্ন ধরনের পোকা মাকরের গ্রাস থেকে কি ভাবে রেনু পোনা রক্ষা করা যায়, সে সব বিষয়ই প্রশিক্ষনের অংশ ছিল। প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ম?স্য কর্মকর্তা সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্ধ।