একাকী প্রভাতে
মোঃ আঃ কুদদূস
জেগে জেগে হেরি সুন্দর
বৃষ্টি ঝড়ার অপরূপ রূপ
হৃদয় হতে কিছু একটা
ঝড়ে পড়ে আজি-নিশ্চুপ।
শব্দহীন ভোর মেঘে ঢাকা
ভারাক্রান্ত ঐ চারদিক
আলোহীন সব, একদম ফাঁকা,
পাখিরা সব যে দিগ্বিদিক।
শান্ত শীতল মায়াবী ভোর
কেউ কড়া নাড়ে না দোরে
কত যে না বলা কথা
লুকানো বুকের পিঞ্জরে।
এমনি প্রভাত কেন আসে
আমার আঙিনায় বহুবার?
কারো অপেক্ষায় নিস্তব্ধ;
ভাষাহীন বুকে রই বারবার।
একাকী প্রভাতের বৃষ্টি
সে যেন দু’চোখের কান্না
মনের অজান্তে নিরবে
ঝড়ে, হৃদয়ে দুঃখের বন্যা।
কোন সুদূরে আছে বসে
এই প্রভাতে ভোরের পাখি
নিরবে বসি, নীল বেদনায়,
কল্পনায় তার ছবি আঁকি।
মনের গহীন কুকরে উঠে
হাজার স্মৃতির সবুজ আয়নায়
দূরে বসি সে সব ভাবি
নিরব ভোরের করুণ মায়ায়।
প্রভাতে আজ আলো নেই
নেই মমতার কোমল ছোঁয়া
মায়া ভাবি যাকে আজি
সে তো মরীচিকার ছায়া।
১৯ এপ্রিল ২০১৯
ঢাকা।