অজানা স্বপ্ন
মোঃ আঃ কুদদূস
কেউ আসে না, আসবেও না
তবুও এই প্রাণে দেরি সয় না।
কেউ না আসলেও দেখা হবে
কেউ না ভাবলেও মনে র’বে।
কী করে আমি ভুলিবো তারে
যে বাঁধা পড়েছে বিনে তারে।
তা হয়তো র’বে, বা দেখা হবে
তবুও প্রশ্ন, কখন কিংবা কবে?
সব ভুললেও কেউ তো থাকে
কেউ না থাকলে কিইবা থাকে?
সব হারালেও হয়তো কিছু রয়
কিছু না র’লে সবই তো হারায়।
কিছু নাহি র’লে বাঁচাও তো দায়
তবুও তো একভাবে বাঁচতে হয়।
কেউ বেঁচে র’বে বহুকাল হেথায়,
যেথায় অজানা স্বপ্নগুলো ঘুমায়।
৩ ডিসেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ।