রাত হয় ভোর হয়
শাহিনা খাতুন
সময়ের রঙ আছে
কখনও লাল কখনও নীল
পথেরও রঙ আছে
কখনওবা সাদা কখনও ধুসর
আমার বালুকনাসম অতি ক্ষুদ্র
অতি পরিচিত ঘরকন্নাময় জীবন
ফি বছর দূর্গা আসে দুর্গা যায়
ঢাক বাজে কাসর বাজে
ফি বছর কার্তিকও আসে
ছেউরিয়াতে মেলা বসে
গানের মেলা প্রেমের মেলা
কত কত জন এই পথে হেটেছিল
পথ তাদের চেনে কিনা জানা নেই
কত শত ফুল এই বাগে ফুটেছিল
মাটি তাদের মনে রেখেছে কিনা জানা নেই
রাত হয় ভোর হয়
কত গল্প কত সত্য
কোন গল্পই মিথ্যে নয়
লুকিয়ে আছে অজানা সত্য
তবুও আমার এই অপুর্ণ জীবন
তবুও আমার এই আক্ষেপের জীবন
আমার কোন ভূমিকা ছিলোনা
আমার কোন বর্ণনা নেই
উপসংহারও থাকবেনা কোনোদিন
আমি সৈনিক নই
কোনোদিন যুদ্ধে যাবোনা
তাই আমি বলতে পারিনা
আজ আমার নিশ্চিত মৃত্যুর দিন
দিনান্তে শুধু ভালবাসা আছে।