আঁচল
মোঃ আঃ কুদদূস
আমার সখি এসেছিলে শাপলা বনে
সেদিন পড়ন্ত বিকালে
আমি অপলক দেখেছিনু লাল শাড়ি
লাল লাল শাপলা ভরা ঝিলে।
খোপায় তোমার গুঁজেছিলে লাল লাল শাপলা
দু’চোখ ভরা ছিল জলে
আমার ভালোবাসা ছিল, সেদিন ছিল,
লাল শাড়ির সবুজ আঁচলে।
সারা বিকেল ঘুরে গোধূলি পেরিয়ে
পাখিটা গিয়েছে উড়ে
সন্ধ্যারাগে ফিরেছিনু নীল বেদনায়
ভালোবাসার মায়া ছিড়ে।
লাল শাপলার মায়া ক্ষণিক দেখেছি হেথায়
তোমার এলোমেলো চুলে
লাল আঁচলের শাড়ি পরে এসো আবার
লাল শালুকের ঐ বিলে।
১ অক্টোবর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ