রাত জাগা স্বপ্ন
মোঃ আঃ কুদদূস
সকাল বেলা ঘুমিয়ে থাকা
নয় তো ভাল কাজ
রাত দুপুরে জাগিয়া থাকা
বড় স্বপ্নরাজ।
সন্ধ্যা হলে পাঠ সারিয়া
ঘুমুতে যাও যদি
ভোর বেলায় উঠলে পরে
বাড়ে দিন নিরবধি।
আকাশ ছোঁয়া স্বপ্ন আছে
বুকের মাঝখানে
মন তোমার সিন্ধু সেচে
শুধু মুক্তা আনে।
সাত রাজার ধনে তোমার
গড়া অট্টালিকা
নিমিষে যায় ভেঙ্গে যেন
শুধুই কুহেলিকা।
রাত জাগিয়া দেখা স্বপ্ন
এমনই তো হয়
দিনের বেলা কাজ না করে
ঘুমুলে সব লয়।
পশু পাখির জাগার আগে
যদি জাগতে পারো
তোমায় ছোঁয়ার সাধ্য তো
আর হবে না কারো।
দিনটা তব দীর্ঘ হবে
সব লোকের চেয়ে
টের পাবে না অন্য সবে
থাকবে গো এগিয়ে।
স্বপ্ন যদি পূরণ চাও
এই জীবন তরে
সকালে অতি লাগাও হাত
নিজ কাজের ‘পরে।
রাত না জেগে ঘুমাও যদি
ভুলিয়া জঞ্জাল
জীবন তব স্মরণে র’বে
এ জগতে বহুকাল।।
২৫ আগস্ট ২০১৮
মাত্রাবৃত্ত ছন্দ