কবি শাহিনা খাতুনের লেখা “ভালোবাসার গ্রাম”।

PicsArt_08-09-12.56.25.jpg

ভালবাসার গ্রাম
শাহিনা খাতুন

সব নিয়ে গেছো
যেতে যেতে একবারও ফিরে চাওনি
যা দিয়েছিলে তার বহুগুণ নিয়ে গেলে
আমিও দুঃখ করিনি
ফিরিয়ে চাইনি কোনোকিছু
শুধু গ্রামখানি ফেরত চাইলাম
তুমি দিলেনা
ভেবেছো গ্রামের পথঘাট
কালিন্দী নদী
ভেন্না গাছ ঘাসফড়িঙ
পুকুর পাড়ের ছোট ছোট তালগাছ
ওগুলো যদি চুরি করে নিয়ে যাই
খুব ভয় পেলে
জলিল দফাদার করিম সরদার
অসমান ক্ষেতজুরে চলা ক্রিকেট খেলোয়াড়
মৌকাটলার খাল
এখনও শ্লেট পেনসিল হাতে স্কুল পালানো শিশুরা
যদি চুরি হয়ে যায়!
কোথায় পাবে শেষে
এঘর ওঘর খুঁজে গ্রাম পাবেনা
তাই ভয়ে ভয়ে চুপ রইলে।
তোমার গ্রামখানি তোমায় দিয়ে
আমি ফিরে এলাম
বারনই নদী আজ কালিন্দী হয়ে গেছে
সম্রাট শাজাহানের বারান্দা দিয়ে যমুনা দেখার মত
দেখেছি সেই গ্রামখানি
যে কোন গ্রামের আকন্দের গাছ দেখে
আমি আমার ভালবাসার বৃক্ষ দেখি
আমার মনের কষ্টেরা প্রজাপতি হয়ে উড়ে গেছে
একজীবনে একটা ছোট বাসা বানাতে পার
একটা গ্রাম বানাতে পারবেনা
আগদিঘা গ্রামে আজ আমি সেই গ্রাম দেখেছি
তখন সন্ধ্যাবেলা
চশমার কাঁচ মুছে
আমি বার বার দেখেছি গ্রামখানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top