মধুমাস
মোঃ আঃ কুদদূস
গাছে গাছে পাকিয়াছে সোনালী কাঠাঁল
আম্র কাননে দেখেছি পাকা পাকা আম
আনারসের সুঘ্রান করেছে পাগল
ষোড়শীর কালো চোখ যেন পাকা জাম।
বনে বনে চারদিকে মজাদার লিচু
শুভ্রতায় ভরে গেছে জামরুল ডাল
দুধ ও মধুফল-স্বাদ ছাড়ে না পিছু
জিবে পানি আনে ফল, কত যে রসাল!
জ্যৈষ্ঠের এ খরতাপে, এলো মধুমাস
যত পার বেশি খাও, দেশী নানা ফল
ফল দেহে আনে পুষ্টি, শক্তি আর বল
বিষমুক্ত ফল চাই- ন’লে সর্বনাশ।
ধনী গরীব বেড়ে ওঠো হয়ে সফল
গরীবকে ভুলে জাতি পাইবে কি ফল?