মা
মোঃ আঃ কুদদূস
মা, তব হৃদয় কত মমতায় ভরা!
মলিন হলে তোমার মায়াবীনি মুখ
কোন কারণে হারায় যদি তব সুখ
অনাদর অবহেলা করে যদি তাড়া
অাপদ এসে হাজির হয় তব পদে
সন্তান তব বিপদে পড়ে দিশেহারা
আহত হয় তোমার মন কারো দ্বারা
অস্থির হও অজানা সংকট শ্বাপদে।
সন্তান মোরা তোমার, আছি সদা জেগে
আদর সোহাগে দিব তব প্রতিদান
তোমার পাশে থাকিব বিরক্তি বিরাগে
উর্ধ্বে তুলিয়া ধরিব তোমার সম্মান।
নাশিব তোমার সব বিপদ সংকুল
ক্ষমা করো, মা, মোদের যত সব ভুল।