বোরহানউদ্দিন পৌরসভায় পুলিশের চাঁদাবাজি! তেলের দোকান থেকে তেল নিয়ে যায় পুলিশ

Picsart_23-10-22_21-33-32-481-scaled.jpg

বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তেল ব্যাবসায়ীগন গনমাধ্যমে একাধিক বার অভিযোগ করেন। অভিযোগে বলেন, একাধিক বার স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সুপারকে জানানো হলেও কোন প্রতিকার পাই না।

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন তেলের দোকান থেকে তেল নিয়ে যায় বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয় তেল বিক্রেতারদের অভিযোগ তুলে ধরে গণমাধ্যম।

তেল বিক্রেতারা অভিযোগ করেন,বাসস্ট্যান্ডের শহিদের দোকান থেকে ১০ লিটার,রানীগঞ্জের মোস্তাফিজের থেকে ৫লিটার, আলমের দোকান থেকে ১০ লিটার, এমন একাধিক দোকান থেকে বোরহানউদ্দিন উপজেলা পৌরসভার ভেতর ও বাহির থেকে তেল সংগ্রহ করে বিভিন্ন ছল ও ছুতায়। কারণে অকারণে বোরহানউদ্দিন থানার গাড়ি তেলের দোকানের সামনে গিয়ে তেল নিয়ে আসে।


একাধিক তেল ব্যবসায়ী অভিযোগ করেন,গাড়ির জ্বালানী তেল দিতে না চাইলে, পুলিশ নানা রকম ভয় ভীতি দেখায়। স্থানীয়দের দাবী, অবিলম্বে অবৈধ ভাবে তেল নেওয়া বন্ধ করা হোক।

ভোলা জেলার পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোন প্রতিকার পায় নি স্থানীয় সাধারণ জনগণ।

বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তেল ব্যাবসায়ীগন গনমাধ্যমে একাধিক বার অভিযোগ করেন।

আরও সংবাদ পড়ুন।

রানীগঞ্জ বাজারে পুলিশের চাঁদাবাজি; টাকা না দিলে, দিতে হয় তেল

আরও সংবাদ পড়ুন।

সহকারী পুলিশ সুপার আ.রাজ্জাক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে – দুদক

আরও সংবাদ পড়ুন।

বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল বরখাস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top