বোরহানউদ্দিনে কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটায়
এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ মঙ্গলবার (২১ নভেম্বর২০২৩) সকালে ০৬ নং চর আলগী, দেউলার গহর আলী মালের বাড়ির দক্ষিণ পার্শ্বে জমি সংলগ্ন কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটার সময়ে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ জনস্বার্থে অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজকের মোবাইল কোর্ট পরিচালনা কালে ফসলি জমি সংলগ্ন কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটার ঘটনা সংঘটিত ও উদঘাটিত হয়।
কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটতে ৬ জন ব্যক্তি যন্ত্রচালিত ট্রলার ও দেশীয় যন্ত্র ব্যবহার করে; যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ৪ (খ), (গ), (ছ) ধারা লঙ্ঘনজনিত অপরাধ।
অপরাধের কারণে গ্রেফতারকৃত ৬ জন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ১৫(১) ধারায় ০১টি মামলায় ১,৫০,০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
আজকের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। তিনি বলেন, জরিমানা নগদে আদায়পূর্বক ট্রেজারি চালানের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকে জমা প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:রায়হান-উজ্জামান বলেন, জনস্বার্থে এমন অভিযান চলবে।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে অবৈধ বালুর ড্রেজার মেশিন চালনা করার অপরাধে পনের হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মিথ্যা তথ্য ও অবৈধ ডাক্তার পরিচয় দানের অভিযোগে এগারো হাজার টাকা জরিমানা