জা‌কির হোসেন ( পি‌পিএম) পল্টন থানার নতুন ওসি অপারেশন

Picsart_23-11-21_13-15-36-297.jpg

মাঠ পর্যায়ের সাফল্য ও কর্ম দক্ষতার স্বীকৃ‌তি হিসেবে জা‌কির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে পি‌পিএম পদক গ্রহন করেন।

তানভীর আহমেদঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস কর্মকর্তা ইন্স‌পেক্টর জা‌কির হো‌সেন পি‌পিএম,বিপিএম পল্টন মডেল থানায় ও‌সি অপারেশন হি‌সে‌বে যোগদান করছেন।

সর্বশেষ তি‌নি পুরান ঢাকার চকবাজার থানার ও‌সি অপারেশন হিসাবে কৃ‌তি‌ত্বের সা‌থে দা‌য়িত্ব পালন ক‌রেন।

বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা ইন্স‌পেক্টর জা‌কির হো‌সেন পি‌পিএম,বি‌পিএম যাত্রাবাড়ী, কদমতলীসহ ডিএম‌পির ৫টি থানায় কর্মরত ছি‌লেন।

ইন্স‌পেক্টর জা‌কির ২০১১ সা‌লে বাংলা‌দেশ পু‌লিশ বা‌হিনী‌তে এস আই হি‌সে‌বে যোগদান ক‌রেন।


কর্ম দক্ষতার স্বীকৃ‌তি হিসেবে জা‌কির হোসেন আইজিপি’র কাছ থেকে বিপিএম পদক গ্রহন করেন।

সাফল্য ও কর্ম দক্ষতার স্বীকৃ‌তি হিসেবে জা‌কির হোসেন আইজিপি’র কাছ থেক বিপিএম পদক গ্রহন করেন।

ইন্স‌পেক্টর জা‌কির জগন্নাথ বিশ্ববিদ্যালয় থে‌কে অর্থনী‌তি‌তে স্নাতক ও স্না‌তোকত্তর ডিগ্রী লাভ ক‌রেন। এছাড়াও ভারত থেকে উচ্চতর ফরেনসিক ডিগ্রী আর্জন করেন।

ব্যাক্তি জীব‌নে হিসেবে জা‌কির হোসেন দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

আরও সংবাদ পড়ুন।

অসন্তোষ পুলিশের নন-ক্যাডারে; স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ

আরও সংবাদ পড়ুন।

ডিএমপির কমিশনার হাবিবুর রহমান দায়িত্ব নিলেন

আরও সংবাদ পড়ুন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি – সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top