বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান

Picsart_23-09-12_20-42-46-074.jpg

বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন ওবায়দুল হাসান

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর২০২৩) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

তার এই নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে আদালতে মিছিল সমাবেশ বন্ধে লিখিত আদেশ

এর আগে বর্তমান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের বাইরে অবস্থান করায় ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আট দিনের জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

আরও সংবাদ পড়ুন।

সংবর্ধনায় সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আরও সংবাদ পড়ুন।

বিচারকদের তথ্য-প্রযুক্তিসহ পেশাগত প্রশিক্ষণের উপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

আরও সংবাদ পড়ুন।

‘ডিজিটাল নিরাপত্তা আইন’পরিবর্তন ও সংশোধন হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top