ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মারধোর
উপজেলা প্রতিনিধিঃ দক্ষিণ বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন। বিষয়টি সম্পর্কে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদের পাশের এই স্কুলের শিক্ষক একজন (সামজিক নিরাপত্তার কারনে নাম লেখা হয় নি) ছাত্রছাত্রীকে মেরে রক্ত করেছে। মেয়ে শিশুটি এখন বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তী। মেয়ে শিশুর পিতার নাম রহিজল।
দেখুন নতুন প্রজম্মের ai
বোরহানউদ্দিনের একাধিক শিক্ষক বিষয়টি সম্পর্কে অবগত আছেন। স্কুলের সভাপতি জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমি বাচ্চাটিকে দেখতে যাচ্ছি। কোন শিক্ষকের দ্বারা এমন কাজ আর না হোক।
স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মারধোর করেন বলে জানান, হাসপাতালে ভর্তী ছাত্রী। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এর আগেও একাধিক বাচ্চাকে তিনি মেরে আহত করেছেন। গতদুই বছর আগেও এক সাংবাদিকদের বাচ্চাকে মেরে রক্তক্ত করেছেন এই প্রধান শিক্ষক।
ভোলা জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার আমিনুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, আমি জানতাম না। আপনার কাছে জানলাম। আমি জেনে সঠিক ব্যবস্থা গ্রহন করব।
বাচ্চার অভিভাক বলেন, শিক্ষকের কাছে পাঠিয়েও আমাদের বাচ্চা নিরাপদ না। তাহলে কোথায় পাঠাব বাচ্চাকে?
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়টি বন্ধ; সরকারের বরাদ্দ আত্মসাৎ
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে ৫৭ নং হাসাননগর সরকারি প্রথমিক বিদ্যালয়টি বন্ধ; সরকারি বরাদ্দ আত্মসাৎ
আরও সংবাদ পড়ুন।