ফরিদপুরে উপ-খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন দুদকের হাতে গ্রেফতার

Picsart_23-05-14_16-42-36-057.jpg

ফরিদপুরে উপ-খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন দুদকের হাতে গ্রেফতার

সাগর চৌধুরীঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত), উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের
কার্যালয়ের এজাহারভুক্ত আসামী মোঃ ছানোয়ার হোসেন, (৪১) (সাময়িক বরখাস্ত) দুদকের হাতে আটক।

তার ঠিকানা-পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, গ্রাম-নওগাঁও, ডাকঘর-নওগাঁও বাজার, উপজেলা-ধামরাই,
জেলা-ঢাকা; বর্তমান ঠিকানা ব্যাংক প্যারাডাইস (ভবনের নাম), ৩য় তলা (পূর্ব-দক্ষিন কোনে), সাভার মডেল কলেজ রোড, ডগর মোড়া,সাভার, ঢাকা।

তিনি সরকারি কর্মচারী হয়ে পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চরভদ্রাসন থানাধীন বিএসডাঙ্গী সাকিনস্থ চরভদ্রাসন খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মে.টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ মে.টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১ টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি)

ভিডিও দেখুন।

গত১৫/১০/২০২২ খ্রি: তারিখ থেকে ১৫/১১/২০২২ খ্রি: তারিখ আনুমানিক সকাল ০৯.৩০ ঘটিকায় মধ্যে (যেকোন সময়) আত্মসাৎ করে দুর্নীতি দমন কমিশন বিধিমালা (সংশোধিত), ২০১৯ এর বিধি ১০ (চ) মোতাবেক দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সরদার আবুল বাসার, সহকারী পরিচালক, দুদক, সজেকা, ফরিদপুর কর্তৃক বাদী হয়ে এজাহারভুক্ত বর্নিত আসামীর বিরুদ্ধে দুদক, সঙ্গেকা, ফরিদপুরের মামলা নং-০৫, তাং-১১/০৪/২০২৩ খ্রিঃ, দুদক, জি আর নং-০৫/২০২৩ দায়ের করেন। অতঃপর জনাব মো: ইমরান আকন, উপসহকারী পরিচালক, দুদক, সজেকা, ফরিদপুরকে
মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় উক্ত আসামী মো: ছানোয়ার হোসেনকে অদ্য ১৪/০৫/২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, ফরিদপুর অফিসের পার্শ্ব থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সঙ্গীয় ফোর্সসহ
গ্রেফতার করা হয়।

আরও সংবাদ পড়ুন।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লি:-এর এমডি তৌহিদুজ্জামানের বিরুদ্ধে – মামলা করেছে দুদক

আরও সংবাদ পড়ুন।

দুবাইয়ের ৪৫৯ জন বাংলাদেশী’র বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আরও সংবাদ পড়ুন।

শরীয়তপুরে বিসিক কর্মকর্তা মনির হোসেন ঘুসের ৫০হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top