কক্সবাজার জেল সুপার মোঃ নেছার আলম বিরুদ্ধে ঘুষের অভিযোগ – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ নেছার আলম বিরুদ্ধে জেলা কারা হাসপাতালে অর্থের বিনিময়ে সুস্থ ব্যক্তিদের বসবাসের সুযোগ প্রদান, দৈনিক ৮০ হাজার টাকার বিনিময়ে সরকারি মোবাইল ফোন ভাড়া দেওয়া এবং ক্যান্টিনের জন্য মাসে ২৫ লাখ টাকা ভাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগ যাচাইয়ের নিমিত্তে কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে গঠিত একটি টিম। আজ সোমবার এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন এই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ, পার্থ চন্দ্র পাল এবং মোঃ রয়েল হোসেন।
অভিযান পরিচালনাকালে কারা হাসপাতাল, কারাগারের ক্যান্টিন সরেজমিনে পরিদর্শন করা হয়। এছাড়াও কারা হাসপাতালের রেজিস্ট্রার, ক্যান্টিনের আয়-ব্যয় এর রেজিস্ট্রার, মোবাইল ব্যবহারের রেজিস্ট্রারসহ বিভিন্ন রেকর্ড পত্র পর্যালোচনাপূর্বক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ নেছার আলম কে জিজ্ঞাসাবাদপূর্বক তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বন্দিদের নিকট হতে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অভিযানের বিষয়ে শীঘ্রই এনফোর্সমেন্ট প্রতিবেদন কমিশনে দাখিল করবে দুদক টিম।