কাঁচের শহর – শাহানা সিরাজী
কাঁচের শহর
এক পাশে তুমি
অন্য পাশে আমি
প্রতিবিম্ব নেই!
যদি ভেঙে যায় কাঁচের দেয়াল
শহরের উপক্রমণিকায়
যদি লেপ্টে থাকে গভীর নিশি
তুমি ফিরবে না!
এখানে ছায়া পড়ে না
মায়াও নেই
কেবল শুনতে পাই শোরগোল
এখানে কাঁচের জলাশয়ে সাঁতার দেয়
অচেনা মাছ কৃত্রিম ফুলকিতে চলে সাঁতার
এখানে কাঁচের ফুলদানীতে কাঁচের ফুল
তুলতে গিয়ে থেমে যাই, সৌরভবিহীন অচেনা রঙ
এখানে কাঁচের সম্পর্ক কাঁচের সূঁতোয় ঝুলছে
কখন ছিঁড়ে যায় সে ভয়ে কাঁচকাটা হীরা গিলে ফেলি
এখানে কাঁচের মন কাঁচের মতো সিলিকন
কখন ঝুরঝুর ঝরে সে ভয়ে মুখ লুকাই নজরুলের গানে
কাঁচের শহর প্রতিবিম্বিত হয় না, বাজে না সিম্ফনীর রাগ
তেমনি যেন হারিয়ে যেও না নিশি গভীরের তপ্ত অনুরাগে!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটি আই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।