মেঘনায় রাতে ১২ জেলে ট্রলারে ডাকাতি

তজুমদ্দিনের মেঘনায় রাতে ১২ জেলে ট্রলারে ডাকাতি।

রফিক সাদীঃ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২ টি জেলে ট্রেলারে গভীর রাতে ডাকাত বাহিনী হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়।

আজ বুধবার সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এঘটনা জানায়। ডাকাত কবলিত জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তজুমদ্দিনের চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার নদীতে মাছ ধরারত জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত বাহিনী হামলা ও লুটপাট চালায়।

এসময় এলোপাতারি পিটিয়ে রিপন মাঝী,রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী,আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝী সহ ১২ টি নৌকার ইলিশ মাছ, মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা আরো জানায় ফোরকান ও সেকু বাহিনী মেঘনায় জলদস্যুতায় সক্রিয় রয়েছে। রাতে মেঘনায় টহলের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন জেলেরা।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top