মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৭১ শতাংশ –
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ চলতি ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-মে-জুন) মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ।
আজ সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপস্থিত থেকে বৈঠকে অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ২০টি। ৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। শতকরা হিসাবে সিদ্ধান্ত বাস্তবায়নের এ হার ৭১ দশমিক ৪৩ শতাংশ।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এই সময়ে সংসদে আইন পাস হয়েছে ৩টি। গত তিন মাসে মন্ত্রিসভা বৈঠকে কোনও নীতি বা কর্মকৌশল, চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়নি।