রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুতের দাবিতে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

PicsArt_10-05-07.30.18.jpg

রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুতের দাবিতে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

নগর প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশ সহ বেশ কয়েক জন। সংঘর্ষের পর সেখান থেকে পুলিশ ছয়জনকে আটক করেছে। আজ শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে।

সকালে বিক্ষোভ শুরু করে জেনেভা ক্যাম্পের বাসিন্দারা। এসময় পুলিশ তাদের ঠেকাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। লাঠিচার্জ ও কয়েকদফা টিয়ার গ্যাস ছুড়েও পুলিশ বিক্ষোভ থামাতে পারেনি। একপর্যায়ে রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনের সড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে উল্টে দিয়ে আগুন ধরানোর চেষ্টা চালায়।

পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১৫ সদস্য আহত হয়েছেন। আর ক্যাম্পবাসীরা বলছেন, তাদের অর্ধশত বাসিন্দা আহত হয়েছে।

ক্যাম্পবাসীরা বলেন, গত কয়েক দিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না তারা। প্রতিদিন ৮-১০ ঘণ্টা করে তাদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। বাংলাদেশে যত স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) ক্যাম্প রয়েছে, এর মধ্যে এখানেই বিদ্যুৎ নিয়ে ঝামেলা চলছে। এখানকার বিদ্যুৎ বিল দেয় জাতিসংঘ।

তবে জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা বলেন, এতদিন ক্যাম্পের বিদ্যুৎ বিল ত্রাণ মন্ত্রণালয় দিত। ত্রাণ মন্ত্রণালয় বলেছে, তারা আর দেবে না। এরপর থেকেই বিদ্যুৎ অনিয়মিত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top