ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা, হবে না মার্চেও
সংস্কৃতিক প্রতিবেদকঃ ভাষার মাস ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশের চেতনা লালিত বইমেলা। বইমেলা হবে না মার্চেও। এরপর এপ্রিল-মে মাসে পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন হতে পারে। তবে সেটাও অনেক ‘যদি’ ‘কিন্তু’ তে আটকে আছে।
বাংলা একাডেমির সভাপতি ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বইমেলা আয়োজন সম্ভব নয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। মার্চেও সেটা আয়োজন করা কঠিন হবে। কেন না, বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে কমপক্ষে দেড় মাস সময় লাগে।