বোরহানউদ্দিনে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে ৭ জনের জরিমানা।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরা ও বিক্রী করার অপরাধে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ১৩ নং ও ৫(১) ধারা মতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা ভূমি অফিসের মোঃ রুবেল বলেন, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা আজ সকালে এই আদেশ দেন।
১. মোঃ নয়ন (৩০) পিতাঃ জয়নাল আবদীন, ২. মোঃ ফরহাদ পিতাঃ কাঞ্চন মিয়া, ৩. মোঃ মঞ্চু পিতাঃ মোঃ ফরিদ, ৪. মোঃ সিরাজ পিতাঃ আবুল কালাম, ৫. মোঃ কবির পিতাঃ কাশেম মাঝি, ৬. ইলিয়াস পিতাঃ কামরুল, ৭. মোঃ কামাল পিতাঃ নূর মোহাম্মদ সর্ব সাং টকবি ৪নং ওয়ার্ড।
বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার মোঃ আজিজুর রহমান বলেন, আসামিদের জরিমানা আদায় সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।