বোরহানউদ্দিনে ইয়াবা সহ আটক ২ জন।
সাগর চৌধুরীঃ পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রহমান(৫০) পিতাঃ মজিবল হক ২৪ পিচ ইয়াবা সহ ৫গ্রাম গাজা এবং জাকির হোসেন (৩০) পিতাঃ নুরনবী কাজী টকবি ১নং ওয়ার্ড থেকে ৩পিচ ইয়াবা সহ আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মাললা করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার শিকদার বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সদা জাগ্রত আছি। রহমান এবং জাকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করে। কোর্টে পেরন করব।