কবি শাহিনা খাতুন এর লেখা “সুনাগরিক”।

PicsArt_08-09-12.56.25.jpg

সুনাগরিক
শাহিনা খাতুন

পান্ডিত্য জাহিরে ব্যস্ত সকলে
অনেকে অনেক কিছু জানেন
সবচেয়ে বেশি জানেন তিনি
আর কাজের কথা কী আর বলি
সকল কাজের কাজি তিনি
অমুক স্টেশনে তিনি মেলা কিছু করেছেন
তমুক চেয়ারে থাকাকালে
তিনি যা করেছেন
তাতেই জিডিপি বেড়েছে এতখানি
এইসব আত্মপ্রচার বহুল অফিস আদালত
নিত্য দিনের আসা যাওয়া
অভ্যাসের দিনপঞ্জি
শুধু বলি খুব ব্যস্ত সময়
ব্যস্ততার জীবন সবার
বাংলামোটর ফার্মগেট শাহাবাগের মোড়
সব আনন্দ ভুলিয়ে দিতে পারে
ঠুমরিও বেসুরো লাগবে তখন।
ঠিক তখনই আমার দুঃখগুলো
সামনে এসে পথ আগলে দাঁড়ায়
কিসের এত দুঃখ আমার!
আজ থেকে বছর কুড়ি আগে
একদিন এক অনবদ্য প্রেম
দেখেছিলাম পথের উপর
মৃতপ্রায় স্ত্রীর মুখে পথে ফেলা
খাবার তুলে দিতে দিতে ছিন্ন গামছায়
চোখ মুছে নেয় দরিদ্র প্রেমিক
আজ মনে হয়ে হয়
সে প্রেমিক ভিষণ দুঃখি
আমার দূঃখ কষ্টের কাব্য
হাজারো কাব্যের চেয়ে মলিন।
নদীর দূঃখ বড় দীর্ঘ
সেই যে যেতে যেতে কবে
পথ হারিয়ে ফেলেছে জানেনা
পথের আর কোন ঠিকানা নেই
তবুও পান্ডিত্য আছে আমাদের
পান্ডিত্য আছে তাহাদের
সুনাগরিকের দাবী আমার
আমার কোন গ্রাম নেই
আমার কোন নদী নেই
আমার কোন মেঠো পথ নেই
তাই আমি সুনাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top