ভোলায় মাছের রেনু ধ্বংস করছে অসাধু মৎস্যজিবিরা।
সাগর চৌধুরীঃ বাংলাদেশের অন্যতম মৎস্য আহরনের স্থান ভোলা জেলা। চারদিকে নদী বেষ্টিত এলাকা বলে এই অঞ্চলের হাজার হাজার মানুষ মৎস্যজিবি।
কিন্তু শীতের এই মৌসুমে হাজার হাজার প্রজাতির মৎস্য পোনা অবৈধ ভাবে ধ্বংস করছে কতিপয় অসাধু মৎস্যজিবিরা।
যার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা।
জেলার মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চাইলে, জানানো হয়; এই বিষয়ে নির্বাচনের পর কথা বলা হবে।
কিন্তু সাধারন মানুষ জনের প্রশ্ন নির্বাচনের পর কি আর এই মরা মাছের পোনা গুলো জীবিত পাওয়া যাবে?