বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের দাবী।
সাগর চৌধুরীঃ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে ভিবিন্ন রাজনৈতিক দলগুলো অংশগ্রহন করছে। ইসি সহ সরকারের ভিবিন্ন দপ্তরের সাথে দফায় দফায় আলোচনায় বসছে।
কিন্তু রাষ্ট্রের ৪র্থতম স্তম্ভ গনমাধ্যমের নতুন অাইন নিয়ে আগে মাঠের রাজনীতি সরব থাকলেও কোন রাজনৈতিক দল এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বা ৩২ এবং ৫৭ ধারার মত আইন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেনি।
তাই বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবও ডিজিটাল আইন নিয়ে ভিবিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্য চায়।