স্বপ্ন পূরণের অপেক্ষায়
শাহিনা খাতুন
স্বপ্ন পূরণের অপেক্ষায়
বাঁচতে ইচ্ছে করে অনেক দিন
মনের ভিতর সাদা কাগজে
ক্রমানুসারে সাজানো আছে
সংসারের আদি অন্ত গল্প সব
দাড়ি কমা অন্তমিল হাইফেন
এসবের ঝামেলা নেই
শুধু গল্প আর গল্প
শুধু স্বপ্ন আর স্বপ্ন
বিচিত্র রঙ আছে
কিছু সুর আছে যা শোনেনি
কখনও কেউ
একদিন এই জনপদে
আমি ছিলাম না
আবার একদিন এইসব
বিচিত্র সুন্দর ছেড়ে
চলে যাবো দূর বহুদূরে
চলে যাওয়ার বেদনায় অনেক কান্না
জমিয়ে রেখেছি প্রাণের ভিতর
এই তোমরা যাদের ভালবাসি
তারাও অতীত হবে সেদিন
গভীর প্রেমময় সন্ন্যাসী
যে অনাহারে অপেক্ষায় ছিল
সংসারের স্বপ্নগুলো মুছে ফেলে
মস্তিষ্কের অন্ধকার গলিপথে হেটে
গৃহত্যাগী যে প্রেমিক তোমার
মুক্তির লাগি করেছে জীবন ত্যাগ
রয়ে যাবে চিহ্ন তাঁর
পরাজিত বালিকা আমি এক
অজ্ঞানতায় পড়ে আছি কালের ঘোরে
ছেউরিয়ার সুরের টানে
প্রাণ উড়ে যায়
তবুও স্বপ্ন বাড়িয়ে চলি
নিত্যকার সংসারে কাহার।