তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “হাসনা হেনা”।

PicsArt_09-16-10.10.09-2.jpg

হাসনাহেনা
মোঃ আঃ কুদদূস

হাসনাহেনা, আমার প্রিয় পুষ্প
মৌ মৌ সুঘ্রান, অশেষ ভালোবাসা
সন্ধ্যা হলে সরব তোমার হাসি
ভালো লাগায় নিরবে ঘ্রান শুষি
কখনো বা গাই গানের কলি
গুনগুনিয়ে, সন্ধ্যা নামার আগে,
শুধু তোমার আগমনী বার্তায়।
এততো সুঘ্রাণ কোথা থেকে আসে,
সন্ধ্যার ঝির ঝির শীতল পবন ধরে
আমার মন-প্রাণ উদাস হয় অবিরাম
ভালোবাসার কোমল পরশ দিয়ে-
তাতে প্রিয়ার অস্ফুট হাসি দেখি।

সকল ফুলের রয় না এমন সুঘ্রাণ
মচমচে ঘ্রাণ জাগায় প্রাণে কম্পন
ভাবি আমি নিরব সন্ধ্যায় তারে
যার সুবাসে হৃদয় গায় সুর-সংগীত।
গোধূলীর পর আগমন তার হেরি
শর্বরী মোর কাটে নির্ঘুম সজাগ
রন্ধ্রে রন্ধ্রে নিশাচর ঘ্রাণ অম্লান
বিনে তারে বাজে সুর লহরী।
প্রভাত আলো আসলে পূবাকাশে,
হাসনাহেনা, তখনও রয় আপন,
ঝড়ে পড়া মায়াবী ফুল তাজা-
অপলক রয় আমার পানে নিবিড়
মালা গাঁথি, প্রেমের অমর টানে
প্রিয় ফুলের অমর প্রেমের মায়ায়।

১০ অক্টোবর, ২০১৮
স্বরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top