তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা “সত্তা”।

Uno.1.jpg

সত্তা
মোঃ আঃ কুদদূস

ভালোবাসার নীল পদ্ম তুমি,
আমি হলাম সেই পদ্মের পুকুর।
ধবধবে সাদা কিংবা টুকটুকে লাল শাপলা তুমি,
আমি সেই বিলের অনাবিল জলরাশি।
দাঁড়কাকের কাজল কালো চোখ তোমার,
আমি সেই কুচকুচে কালো দাঁড়কাক।
তুমি হলে শিকারী পানকৌড়ি,
আমি নিতান্ত ছাপোষা চুনোপুটি।
প্রেমের রমণীয়া দেবী তুমি
আমি মন্দিরের কার্ণিশে রাখা ছোট্ট দেবতা।
মন মনন জুড়ে একটি মায়াবী চোখ
সেই চোখের মিটিমিটি চাহনি বড়ই মধূর,
হৃদয়ের পিঞ্জরে অনিমেষ দেদীপ্যমান।
কিভাবে এতো স্নেহের ছায়া বিলাও,
পরম মমতার মসৃণ আদরে আদরে!
তুমি পূর্ণিমার ভরাট চাঁদ হলে
আমি বিস্তৃর্ণ জোড়া বেদনার আকাশ।
আবার তুমি সকালের সূর্য হলে
আমি দিগন্ত জোড়া নীলাকাশ।
তুমি অমাবস্যার ধ্রুব নক্ষত্র হলে
আমি যোজন দূরের নিভৃত তারকারাজি।
মনের জানালায় অবিরত উঁকি দিয়ে যাও
আমি নির্বাক হয়ে অনুভবে হারাই।
কালো ময়নার সুরেলা কণ্ঠ তুমি
আমি সেই ময়না টিলার ঘন বন।
পল্লব ঘন মায়াবী ছায়ার কোকিল তুমি,
আমি নিভৃতে গেয়ে যাই কুহুকুহু তান।
খেয়া পারের তরুণী যাত্রী আমার
মাঝি হয়ে বেয়ে যাই তরণি মনের সুখে।
কখনো হেরি হাসি তোমার, কখনো কান্না,
কেউ না দেখুক, আমি তা অপলক হেরি –
বেলা অবেলায়, মন মুকুরের স্বচ্ছ জানালায়,
অনুভবের নির্ভেজাল অমর সত্তায়।

১২ সেপ্টেম্বর ২০১৮
গদ্য ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top