লিমেরিক – শাহানা সিরাজী

PicsArt_04-07-10.49.17.jpg

লিমেরিক – শাহানা সিরাজী


কিছু সময় আঙুলের ফাঁকগলে হারায়
কিছু সময় অনুস্বর বেজে ওঠে-নাড়ায়
তবুও চেয়ে থাকি
আশার স্বপ্নবুনি
অনুঢ়াকালের সাক্ষী বিষন্ন মৌনতায়


প্রিয় আঁধার গায়ে মেখে জোনাকি আলো ছড়ায়
পথে পথে ঝোপঝাড় ঘনীভূত আকাঙ্ক্ষার রূপ ধরায়
তথাপিও ঢেকে যায়
কে যেন কাকে চায়
আমার আঙিনায় আতঙ্কিত পৃথিবী নীরবে দাঁড়ায়..


সতর্কবার্তা গমগম বেজে ওঠে আকাশবাণীতে
এখানে ওখানে ছুটো না ডেকো না হাতছানিতে
আড়ালে থাকো একা
না হোক আমাদের দেখা
একদিন সরলরেখা আবার আঁকবো পৃথিবীর বাহুতে


উচ্ছ্বসিত এজলাস ফুৎকারে ওড়ায় সত্যের ঢাকধবনি
কাফনের কাপড়ে আকাল পড়েছে চারদিকে কান্না শুনি
সাদাফুল ভুলে যায়
সৌরভ কেমনে ছড়ায়
অপেক্ষার পালা শেষ হয় না তবু বিপন্ন শিসধবনি


আমাদের মৌলিকমৌসুমে ফোটা হাজারো কথাফুল
অতীত বর্তমান মিলিয়ে সুনির্ভার সময়ের ফুল
ফুটতে ফুটতে ঝরে
আঁচল মেলে ধরে
তুলতে গিয়ে দেখি কিছু রয়ে যায় কিছু হয়ে যায় ভুল


তবুও অগ্নিগিরি সম্ভারে জ্বলতে জ্বলতে নিঃস্ব
চোখের তারায় নবনির্মিত আলোকিত বিশ্ব
আশার কথা বলে
বাতাসে নিরেট দোলে
ফুলহাসাক্ষণে এলোমেলো পদযুগল অবিরাম পিষ্য


তোমাতে আমাতে প্রণয়ের শিশির ঝলমলিয়ে ভাসে
রোদ্দুর তার পারে না মরণ আনতে খুনসুটি হাসে
তেমনি কৈফিয়ত স্ফুরণে
এঁকে যায় ছবি মননে
অটুট অবিরাম চেয়ে থাকি ভাঙে না যেন ত্রাসে…


কে জানতো বাঘ বাড়িতেই বাস করে!
বনভূমি ধবংস করতঃপ্রকরণ গেছে বেড়ে
হিসেবের খাতা
মননের পাতা
কেমন যেন উলটা পালটা সকরুণ বিলাপে কাঁদে….

লিমেরিক

না দেখলে যে উছল ওই মুখ
পরাণ জ্বলে পাই না মোটেই সুখ
দুঃখবহা নদী
বাইতে হবে যদি
জীবনটারে প্রশ্ন করি নেবে কী সবটুক…

১০.

তুই তো ছিলি গরম কালের ঢাক
তোর ভেতরেই মৌমাছিদের চাক
যেমন আছিস
যেমন খাচ্ছিস
তেমন করেই যাক না সময় যাক…

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই, মুন্সীগঞ্জ।
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top