রংধনু
মোঃ আঃ কুদদূস
রংধনুতে সাত রঙ নেই শুধু কালো
কালোর বিপরীত রং আলো সারাক্ষণ
রংধনুর মত অস্থায়ী মোদের প্রাণ
সব কালো শেষে আসে অনিবার্য আলো।
ইন্দ্রধনু ছড়ায় রং সূর্যের উল্টোতে
হেরি সব রং আনন্দ পায় সর্বজন
শত অনুরোধেও তা থাকে না বেশিক্ষণ
ভিজা বিকেল সুন্দর হয় ঐ ছবিতে।
সন্ধ্যায় সূর্য ডুবে রংধনু হয় লীন
গোধূলির অন্ধকার শেষে আসে আলো
এক জীবনে জোটে না যাহা সব ভালো
দুঃখ এসে নাশে সুখ আশারালো ক্ষীণ।
রংধনুর নানা রঙে দূর হোক কালো
প্রত্যাশার সূর্য আনুক নব জীবন।
৯ আগস্ট ২০১৮
সনেট