তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “আখি”।

আঁখি
মোঃ আঃ কুদদূস

তোমার ঐ মায়াবী চোখের
পানেই একাগ্রতায় তাকিয়ে থাকতে পারি অবিরাম।
অপূর্ব সে চোখের দৃষ্টিতে
কাটে শাওন মাসের বৃষ্টিতে সাঁঝের নিরিবিলি বিশ্রাম।
ঐ সুন্দর আঁখির চাহনি
দেখে দেখে কাটাতে পারি সকাল-সন্ধ্যা-নিশীথ প্রহর।
পাখির নীড়ের মত চোখ
আমাকে মোহমুগ্ধতায় আচ্ছন্ন করে রাখে নিরন্তর।
কত শত ভালোবাসা থাকে
তোমার ঐ চোখ দিয়ে তাকানো হৃদয় ছোঁয়া আহলাদে।
স্বপ্নের মাঝে আসা পরীর
মত অপ্সরা যেন ভর দুপুরে মম প্রিয় তোষামুদে।
হেরি তব সুন্দর নয়ন
বিরহী বৃষ্টির মত ছলছল করে আমার অন্তর।
তব অক্ষির সমুখে বসি
মম ভালোবাসার বাঁশিতে তুলি মিষ্টি সুরের ঝংকার।
আমি নিরব দৃষ্টিতে দেখি
তোমার চোখের তারার মনোরম মিটিমিটি আহ্বান।
সন্ধ্যা শেষে রাতের আঁধারে
সেই আহ্বান আমার হৃদয়কে করে রাখে ম্রিয়মান।
কী আছে স্নেহাতুর তৃষ্ণার্ত
তোমার ঐ অপূর্ব টানাটানা চোখ যুগলের ইশারায়?
আমি অপলক চেয়ে থাকি
তোমার উল্কি আঁকা চোখের অপৃষ্শ্যা অনুপম পর্দায়।
নয়ন তারার মত কত
বিচিত্র মনোহর রঙের প্রতিচ্ছবি হেরি তব নয়নে।
তোমার দু’নয়নে সতত
আমি দেখি অজস্র প্রেম, জ্বলে পুড়ে যাই অন্তর্দহনে।
ঐ নয়নে নয়ন রাখিয়া
বলিব কত শত দুঃখ-ব্যথার কথা নির্জন বিকালে
মুদিব আমার এই আঁখি
ভুলিয়া যাব বিরহ সব- দেখে টোল পড়া তব গালে।

৪ আগস্ট ২০১৮
অক্ষরবৃত্ত ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top