বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া রিভার ইকো পার্কে অতিথীরা।
সাগর চৌধুরীঃ শুক্রবার সকালে ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর তীরে ইকো পার্ক পরির্দশন আসেন এন এম জিয়াউল আলম সচিব সমন্বয় ও সংস্কার, মন্ত্রী পরিষদ বিভাগ গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সোলতান আহমদ অরিরিক্ত সচিব (সংস্কার) মন্ত্রী পরিষদ বিভাগ। তাদের সঙ্গে ছিলেন মোহাং সেলিম উদ্দিন জেলা প্রশাসক, ভোলা। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস।
তেতুলিয়া রিভার ইকো পার্কে অতিথীরা।
সম্পূর্ন নতুন ভাবে গড়ে তোলা ইকো পার্কটিতে এলাকার ও এলাকার বাহিরের দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। নদীর তীরে গড়ে ওঠা ইকো পার্কটি দৃষ্টিনন্দন নদীর ও নদীর তীরের দৃশ্য দেখা যায়। এছাড়া এখানে শিশুদের বিনোদনের জন্য ভিবিন্ন প্রানীর মূর্তি বসানো হয়।
দর্শনার্থীরা ইকোপার্কটি দেখে বিমোহিত হয়।
মোঃ আঃ কূদ্ দূস বলেন, অনেক চেষ্ঠা ও কষ্টের ফসল ইকো পার্কটি। যখন দর্শনার্থীরা দেখতে, তাদের মোহিত হওয়ার কথা বলে তখন মনে হয় আমার কষ্ট স্বার্থক হয়েছে।