গনশুনানীতে বোরহানউদ্দিনের নিবার্হী কর্মকর্তা আঃ কূদ্ দূস।

2222222.jpg

 

গনশুনানীতে বোরহানউদ্দিনের নিবার্হী কর্মকর্তা আঃ কূদ্ দূস।

সাগর চৌধুরীঃ সাধারন মানুষের কাছে আইনের শাসন ও ন্যায় বিচারের সুফল পৌঁছে দেওয়ার লক্ষে  বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তার মোঃ আঃ কুদ্ দূস গনশুনানীর আয়োজন করেন। প্রতি সপ্তাহে ১দিন শুনানী করেন তিনি। শত শত জমাকৃত অভিযোগ থেকে বাছাই করে গনশুনানী করেন, বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তার মোঃ আঃ কুদ্ দূস।

পক্ষে – বিপক্ষে বক্তব্য শুনছেন বোরহানউদ্দিনের নিবার্হী কর্মকর্তা আঃ কূদ্ দূস।

গনশুনানী উপস্থিত পক্ষিয়া ইউনিয়নের তমাল বলেন, বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তার মোঃ আঃ কুদ্ দূস  কাছে সুবিচার পাবার আশায় অভিযোগ করেছি। আশা করি সুবিচার পাব।

কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবু বলেন, স্যারের কাছে ন্যায় বিচার পাব এই আশায় অভিযোগ করেছি। শুনেছি স্যার অনেক ভালো।

সোম বার চলতি সপ্তাহের গনশুনানীতে ১৪ টি অভিযোগ শুনানী। এর মধ্যে নারী নির্যাতন সহ ভূমি সংক্রান্ত ও ইভটিজিংয়ের ও অভিযোগ ছিল।

বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তার মোঃ আঃ কুদ্ দূস বলেন, অন্যায়ের প্রতিবাদ, গরীব দুখী মানুষের আইনি সহায়তা দান, সবলের কাছে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, ইভটিজিং, বাল্য বিবাহ সহ জমিজমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে  গন শুনানী করে।

আরেক প্রশ্নের জবাবে নিবার্হী কর্মকর্তা বলেন, আমি বোরিহানউদ্দিন উপজেলায় যোগদানের পর থেকে প্রায় কয়েক হাজার অভিযোগ শুনানী করেছি।

বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী কর্মকর্তার অফিস ডিজিটাল ফরমেটে কাজ করার লক্ষে অনলাইনে অভিযোগ গ্রহন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top