মহামান্য রাষ্ট্রপতি ভোলায় আসছেন।

444444444444.jpg

 

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি।

সাগর চৌধুরীঃ মহামান্য রাষ্ট্রপতি ভোলায় আসছেন। ভোলাবাসী সকলের মধ্যে কেমন এক সাড়া পড়েছে! সারা ভোলা জুড়ে কেমন এক উৎসবের আয়োজন। ভোলা সদর থেকে ভোলার চরফ্যশন চড় কুকরি-মুকরী সবাই যেন মহামান্য রাষ্ট্রপতিকে বরন করার জন্য অধির অগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

একসময়ের শাহবাজপুর আজকের ভোলা। ভূগোলের ভাষায় ২২ ২০’ ৪০‌‌‌‌‌‌‍‍‌‌” থেকে ২০ ৪২‌‌’ ৫৫” উত্তর অক্ষাংশ আর ৯০ ৪০’ ২০” থেকে ৯১ ০৪’ ৪০” পূর্ব দ্রাগিমাংশে যার অবস্থান।  ভেলা জেলা পৃথিবীর সবচেয়ে বড় গােঙ্গেয় বদ্বীপ। কুইন্স অব আইলেন্ড।

এদিকে প্রসাশনিক কর্মকর্তাদের ব্যস্থতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মত। রাজনৈতিক নেতাদের চোখের ঘুম হারাম। সবই যেন মহামান্য রাষ্ট্রপতির জন্য।

মহামান্য রাষ্ট্রপতি ভোলায় আসছেন। এর আগেও ভোলার আসার কথা ছিল মান্যবরের। কিন্তু সফর সূচিতে হঠাৎ পরিবর্তন আনে রাষ্ট্রপতিভবন। ভোলার স্থানীয় গনমাধ্যম কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়, রাষ্ট্রপতিভবনের এই মেহমানেরর সফরে কয়েক হাজার কর্মিবাহিনী যোগদিচ্ছে ইতোমধ্যেই।

রাষ্ট্রপতির ভোলায় আগমন উপলক্ষে প্রশাসন নিয়েছে নিছিদ্র নিরাপত্তা, রাজনৈতিক নেতারা মিটিংয়ের পর মিটিং করছেন মহামান্যের সফর সুচির অনুষ্ঠানগুলো সাফল্য বজায় রাখার জন্য।

ভোলা জেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব বলেন, আমরা সব ধরনের আয়োজনের ব্যবস্থা করেছি। আশা করি মহামান্য রাষ্ট্রপতির সফর সফল হবে।

ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, আমরা রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছি।

ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবির বলেন, ২০ বছর আগে রাষ্ট্রপতি সাত্তার ভোলায় এসেছিলেন। আবার এবার রাষ্ট্রপতি আসছেন। সুতারং একটু ব্যস্থতার মধ্যে সময় যাচ্ছে। আমরা ইতোমধ্যে সব ধরনের আয়োজনের ব্যবস্থা করেছি।

ভোলা জেলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন আজ সকালে বলেন, মহামান্য রাষ্ট্রপতির জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, যেসব স্থানে মহামান্য রাষ্ট্রপতি মহদয়ের অনুষ্ঠান সুচি আছে ইতো মধ্যে আমরা সেসব স্থানে নিরাপত্তা বলায়ের মধ্যে রেখেছি। মহান আল্লাহ তায়ালা মহামান্য রাষ্ট্রপতির সফর সফল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top