এমপি আলী আজম মুকুল।
আমার নির্বাচনী এলাকা ভোলা-2 (দৌলতখান + বোরহানউদ্দিনের) সকল ধর্মপ্রান মুসলমানদের ঢাকা ইজতেমায় যাতায়াত সুবিধার জন্য প্রতি বছরের মতো এ বছরও দুটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এতে সকল ইজতেমাগামী যাত্রী ফ্রি যাতায়াত করতে পারবেন।
আগামী কাল ১০ জানুয়ারী দৌলতখান লঞ্চঘাট থেকে ফারহান -২ ও বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে জামাল-৯ নামক দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।