আমি নিজেই তো খারাপ – সাগর চৌধুরী
আমি নিজেই তো খারাপ।
অন্যকে উপদেশ দেই ভালো হতে।
নিজেই তো অন্যায় অপরাধ করি।
অন্যকে উপদেশ দেই সৎ মানুষ হতে।
নিজেই তো বড্ড চোখাল খোর।
অন্যকে উপদেশ দেই মিথ্যা না বলতে।
আমার কাছে কোন বাচবিচার নাই
অন্যকে শোনাই মানবতার গান।
সাগর চৌধুরী
২৩ ফেব্রুয়ারী ২০২৫
দক্ষিণ বাটামারা,বোরহানউদ্দিন, ভোলা।