জেলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চে এক যুবকের ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পায়।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) খবর পেয়ে ঘটনাস্থলে সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন (২৬)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া ভোলা জজ কোর্টের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন।
পুলিশ জানান, শুক্রবার বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। শনিবার সকালে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
জানতে চাইলে সদর থানার ওসি হাসনাইন পারভজ বলেন, বাংলা স্কুলের সিসিটিভির ফুটেজে ওই যুবক আত্মহত্যা করতে দেখা যায়। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
ভোলা কোর্টে তার বাবার সহকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন সহকর্মী তার বিষয়ে মুখ খোলেন নি।