ভোলায় আখের বাম্পার ফলন।

222333444666.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভোলা থেকে, সাগর চৌধুরীঃ ভোলায় আখের বাম্পার ফলন হয়েছে। আর ভালো ফলনে দারুণ খুশি ভোলার আখচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি রোগবালাই কম হওয়ায় প্রতিটি উপজেলায়ই ফলন ভালো হয়েছে। একই সঙ্গে বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় বর্তমানে ফসলটি আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এতে দিন দিন ভোলার আখ চাষের পরিধি বাড়ছে।

আখ দেখতে অনেকটা মুলি বাঁশের মতো। প্রায় ১৫ থেকে ২০ হাত লম্বা হয়। প্রতিটি আখের মূল্য ‌১০,৩০, ৬০ টাকা পর্যন্ত। দৈনিক এক বাজারে আখ বিক্রি হয় ৮শ থেকে ১ হাজার পিস।  এমন প্রতিটি উপজেলার হাট বাজারে রোজ আখ বিক্রি হয়। ভোলা সদর থেকে চড় কুকরি পর্যন্ত। মনপুরা উপজেলায়ও আখ চাষ হয়।

জমি থেকে আখ তুলে তা পরিষ্কার করে আখের আড়তে বিক্রি করে দেন। আবার অনেকে নিজে দাঁড়িয়ে খুচরা বিক্রি করেন।

ভোলা জেলার সবচেয়ে ছোট উপজেলা বোরহানউদ্দিরনেও ভালো আখ চাষ হয়েছে। এখানের আখ চাষিরা বলেছে, ফলন ভালো হয়েছে।

ভিবিন্ন হাট বাজার ঘুড়ে দেখা গেছে, এখানে ভিবিন্ন জাতের আখ চাষ করেছেন , আখ চাষিরা। দামও এর জাতের উপর নির্ভর।

আখ কিনেছন এমন একজন বলেন, এই সময়ের আখ মিষ্টি হয়। বাজারে দাম ও একটু কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top