যেসব পুলিশ সদস্য আগ্রাসী ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব – রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান

যেসব পুলিশ সদস্য আগ্রাসী ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব – রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান

বিশেষ প্রতিবেদকঃ বরগুনায় ছাত্রলীগ কর্মীদের লাঠিপেটার ঘটনায় নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। আজ বুধবার (১৭ আগস্ট২০২২) দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, আমরা বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) মহরম আলীকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার ঘটনায় সাধারণ মানুষের কাছে পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি ঘটনা দিয়ে পুলিশকে বিচার করা যায় না। আমরা ভিডিও ফুটেজ দেখে যেসব পুলিশ সদস্য আগ্রাসী ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে বদলি করা হয়েছে।

এ সময় বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম প্রমুখ উপস্থিত।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top