অপরাধ প্রতিবেদকঃ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা এর এস আই (নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লা, সংগীয় অফিসার ও ফোর্সসহ পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন সদর ইউনিয়নের বেদবাড়ী সাকিনস্থ কবিরাজ বাড়ী বাসস্ট্যান্ডের বাশার ভুইয়া এর মুদি দোকানের সামনে ঢাকা-পিরোজপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে,
১। মোঃ মিজান(৪০), পিতা-আনা মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-সোনাকাঠিয়া, প্রাইমারী স্কুলের পূর্ব পাশে, ০১ নং ওয়ার্ড, ০৭ নং চৌদ্দগ্রাম ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
২। মোহাম্মদ ওমর ফারুক ঢালি(৩৯), পিতা-বছির উদ্দিন ঢালি, স্থায়ী সাং-পরমহল, তালুকদার বাড়ী, থানাও জেলা-ঝালকাঠী, বর্তমান সাং-ঢালি বাড়ী, দক্ষিন ধামুরা,ইউনিয়ন-ধামুরা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল।
তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীদের হোফাজত হতে (০৫+০৫)১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক পূর্বক জব্দ করে।
আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা আছে।
ঘটনায় এসআই(নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লা বাদী হয়ে নাজিরপুর থানায় একখানা এজাহার দায়ের করেন।উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা।
এসআই(নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদেরকে গ্রেফতার ও নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিম রাজিব বলেন, মাদক অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান, নাজিরপুর থানায় আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
আরও সংবাদ পড়ুন।