ভোলা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম। ভোলা জেলার পুলিশ সুপার মাহিদুজ্জামান এর কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন ওসি শাহিন ফকির বিপিএম।
সাগর চৌধুরীঃ দ্বীপ জেলা ভোলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন, বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম।
চলতী বছরের (এপ্রিল ২০২৪) মাসের সার্বিক বিবেচনায় ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“addons”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
ভোলা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম। পুলিশ সুপারের কার্যালয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ছবি টানানো হয়েছে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মাহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন, লালমোহন সার্কেল বাবুল আক্তার সহ ভোলা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও অফিসারগণ।
ভোলা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম এর কাছে; ভোলা জেলায় শ্রেষ্ঠ হওয়ার গোপন রহস্য কি? জানতে চাইলে তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় পুলিশ সুপার মাহিদুজ্জামান স্যারকে।
প্রশ্নের কথা স্বরণ করলে, তিনি হেসে জবাব দেন। কাজ, কাজ আর ভালো কাজ। বরং জেলায় শ্রেষ্ঠ হয়ে আমার দায়িত্ব বেড়েছে। আগের চেয়েও অধিক দায়িত্ব পালন করতে হবে। বোরহানউদ্দিন থানায় মাদক, কিশোর গ্যাং, অপরাধ দমনে তৎপর বৃদ্ধি করণ সহ এলকার নাগরিকদের নিবিঘ্ন করার লক্ষে নিজেকে নিয়োজিত করব।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
পবিত্র ঈদ উপলক্ষ্যে যাত্রী সেবায় ভোলা জেলা পুলিশের ফ্রি বাস সার্ভিসের এর শুভ উদ্বোধন
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক; মামলা দিয়ে আদালতে প্রেরণ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
দুলারহাট থানা ভবনের শুভ উদ্বোধন করেন – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে হাকিমুদ্দিন ব্লক ও বেড়ীবাঁধের চলমান কাজ পরিদর্শনে – আলী আজম মুকুল এমপি