হাসাননগর ইউনিয়নের প্যায়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়টিতে শিক্ষকরা অনুপস্থিত; একাধিক অভিযোগ

Picsart_24-05-07_17-04-54-496-scaled.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হাসাননগর ইউনিয়নের প্যায়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়টিতে শিক্ষকরা অনুপস্থিত; একাধিক অভিযোগ

সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনের
প্যায়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়টি খোলা রেখে শিক্ষকগণ বাড়ি চলে যান। বিদ্যালয়ের শিক্ষকগণ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে আর পতাকা নামিয়ে যান নি। আজ মঙ্গলবার সরোজমিনে স্কুল টাইমে স্কুলে গেলেও কোন শিক্ষক পাওয়া যায় নি। আজও ১২/১ টার মধ্যে ছুটি দিয়ে চলে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা অনুপস্থিত থাকেন। স্কুলের জন্য বরাদ্দ আত্মসাৎ করেছেন।

প্যায়ারপুর সরকারী প্রথমিক বিদ্যালয়টি খোলা, দরজা জানালা খোলা, স্কুলের ক্লাসরুম খোলা কিন্তু শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা নেই।

সরকারের পরিবিধান মতে, শিক্ষক ও কর্মচারীরা সরকারের স্কুল টাইমে স্কুলে আসবেন এবং যথারীতি স্কুল শেষ হলে ছুটি দিয়ে যাবেন।

স্থানীয়দের অভিযোগ, স্কুলটি অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জিত। এখানকার স্কুলের শিক্ষকরা সঠিক সময়ে আসেন না। আসলেও স্কুলে অল্পকিছুক্ষন থেকে আবার চলে যান। সরকারের বরাদ্দ আত্মসাৎ করেন। কোন কাজ না করেই সরকারের বরাদ্দ আত্মসাৎ করেন।

বোরহানউদ্দিন উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ফোন করলে তিনি জানান, আমি ট্রেনিং এ। ট্রেনিং শেষ করে কল দিব।

স্থানীয়রা অভিযোগ করেন, এরা করো কথাই শোনে না। এদেরকে স্কুলে কেন আসেন না জানতে চাইলে শিক্ষকরা স্থানীয়দের গালমন্দ করেন। খারাপ আচরন করেন।

স্কুল কমিটির সদস্য ও সভাপতি স্কুলের সম্পর্কে খোঁজ রাখেন না। তারাও অনৈতিক সুবিধা ভোগী।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়নে চলছে অবৈধ বাগদা ও গলদা রেনু পোনা ধরা ও বিক্রির মহাউৎসব

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে বিট পুলিশং সভা অনুষ্ঠিত

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান-ঘর; আলী আজম মুকুল এমপি’র দুঃখ প্রকাশ

আরও সংবাদ পড়ুন।

হাসাননগর ইউপি চেয়ারম্যান আলমগীর চৌধুরী ভালো মানুষ ছিলেন – বানিজ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top