বাংলাদেশ টেলিভিশন (btv) বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রিয় টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্য ও ধারাবাহিকতায় একাধিকজন উপ-মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবারে মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
সাগর চৌধুরীঃ মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক পদে বদলি করে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক পদে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ সাঈদ-উর-রহমান এর আগে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
আরও সংবাদ পড়ুন।
বাঙালির আন্দোলন-সংগ্রামের বাঁকে বাঁকে অবদান রাখে বাংলাদেশ টেলিভিশন – ড. হাছান মাহমুদ
আরও সংবাদ পড়ুন।
বাংলাদেশ টেলিভিশন এর প্রধান প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে – দুককের অভিযান
আরও সংবাদ পড়ুন।
সরকারের ২১ কোটির টাকা আত্মসাৎ – বিটিভির জিএম মাহফুজার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর