ইশরাত জাহান কেয়া বিটিভির নতুন জিএম
সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (১২ মার্চ২০২৪) বিটিভির নতুন জিএম হিসেবে ইশরাত জাহান কেয়া’কে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে নতুন নিয়োগ পাওয়া ইশরাত জাহান কেয়া’র উপ-পরিচালক হিসেবে বাংলাদেশ টুরিজম বোর্ডে (জনসংযোগ ও আন্তর্জাতিক সম্পর্ক) সদস্য হিসেবে সফলতা সাথে দায়িত্ব পালন করছেন।
এর আগে একই পদে ছিলেন, বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
মাহফুজা আক্তারের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়টি প্রথমে নিজেরা তদন্ত না করে তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় দুদক।
দুদক পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক) উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি গত ৭ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়।
এরপর গত ২৯ মে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শেখ মুসলিমা মুন (টেলিভিশন-১ শাখা) স্বাক্ষরিত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য বিটিভি মহাপরিচালক বরাবর পাঠান।
সদ্য সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
আরও সংবাদ পড়ুন।
সরকারের ২১ কোটির টাকা আত্মসাৎ – বিটিভির জিএম মাহফুজার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
আরও সংবাদ পড়ুন।
বাংলাদেশ টেলিভিশন এর প্রধান প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে – দুককের অভিযান
আরও সংবাদ পড়ুন।
বাঙালির আন্দোলন-সংগ্রামের বাঁকে বাঁকে অবদান রাখে বাংলাদেশ টেলিভিশন – ড. হাছান মাহমুদ
আরও সংবাদ পড়ুন।
দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর